দীঘিনালায় পরিষ্কার–পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে স্থানীয় সরকার দিবস উদযাপিত

সোহানুর রহমান, দীঘিনালা।।
খাগড়াছড়ির দীঘিনালায় পরিষ্কার পরিচ্ছনতা অভিযানের মধ্যেদিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস- ২০২৪ উদযাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে বেলুন উড়িয়ে র‍্যালি ও পরিষ্কার- পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দীঘিনালা বাস- টার্মিনাল এলাকায় আয়োজিত আলোচনা সভায় গিয়ে শেষ হয়।

পরে উপজেলা এলজিইডি প্রকৌশলী অরুন কুমার দাশের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের মোঃ কাশেম। 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের এক যুগের ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগের অনুকূলে বাজেট বরাদ্দের পরিমাণ প্রায় ৬ গুণ বৃদ্ধি পেয়েছে, যা একটি বিরাট মাইলফলক। বর্তমান সরকার মফেস্বলে স্মার্ট উন্নয়নে রুপান্তর করতে কাজ করছে।’

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম, উপজেলার সরকারী— বেসরকারী এনজিও কর্মকর্তা সহ উপজেলার যুব রেডক্রিসেন্ট ও রোভার স্কাউটের সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। 

পরে আলোচনা সভা শেষে ০২ শত সেচ্ছাসেবীদের সহযোগিতায় দীঘিনালা বাস- টার্মিনাল এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণমাধ্যমকে বলেন, ‘সড়কে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে পার্বত্য জেলাগুলোতে প্রতিদিনই হাজার হাজার পর্যটকের আগমণ ঘটছে আর তাদের জন্য একটি সুন্দর এবং পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ভৌগলিক কারণে খাগড়াছড়ির দীঘিনালা হয়ে অনেক পর্যটক সাজেক মুখে যাত্রা শুরু করেন। তাই বাস-টার্মিনাল এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকলে পর্যটকেরা ভ্রমণ করে যেমন আনন্দ পাবেন, তেমনি স্থানীয় জনসাধারণ ব্যবসায়ী সহ নানান রোগবালাই থেকে মুক্ত থাকবে।’