

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি:
নতুন বছরের প্রথম দিনে সারাদেশের মতো খাগড়াছড়ির দীঘিনালায় পাঠ্যপুস্তক উৎসবে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে দীঘিনালা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেম। নতুন বই হাতে পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় ‘শিক্ষার্থীদের কাছে অনন্য প্রাণের উৎসব হলো বই উৎসব’ উল্লেখ্য করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেম বলেন, ‘এই বই উৎসব যখন ছিল না, তখন বাজারে নতুন বই আসতে কিছুটা সময় লেগে যেত। উচ্চতর শ্রেণির সহপাঠী বা আত্মীয়স্বজনের কাছ থেকে পুরনো বই এনে বা কিনে পড়তে হতো। এসব দৈন্য, সীমাবদ্ধতা বা শিক্ষাক্ষেত্রের অস্বতঃস্ফূর্ততা এখন মুছে গেছে। এখন শিক্ষার্থীদের কাছে বছরের শুরুতেই পরম উপহার হয়ে এসেছে নতুন বই। সেই দিক থেকে শিক্ষার্থীদের কাছে একটি অনন্য প্রাণের উৎসব হলো ‘বই উৎসব’।’
এসময় পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে একযোগে নতুন বই তুলে দেওয়ার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ বলেন, বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। নতুন বইয়ের গন্ধ ফুলের গন্ধকেও হার মানায় সম্ভবত শিশু শিক্ষার্থীদের কাছে। তাদের সারা জীবনের শিক্ষার ক্ষেত্রে সে গন্ধকে অটুট রাখতে, এই উৎসবের দিনে একযোগে সব শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
নতুন বই হাতে পেয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থী নিষ্ঠা চাকমা জানায়, ‘ইংরেজি নতুন বছরের শুরুতে নতুন বই উপহার পেলাম। নতুন বইয়ের গন্ধ আমার অনেক ভাল লাগে। তাই এই মূল্যবান উপহার বই নিয়ে বাড়ি যাবো এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করবো। ’
এসময় অভিভাবকদের মধ্যে সুস্মিতা চৌধুরী জানান, নতুন বই পেয়ে পড়ালেখায় মনোযোগী হবে আমার সন্তান। সুশিক্ষা নিয়ে দেশপ্রেম ও নিয়ে সুনাগরিক হয়ে উঠবে আমাদের শিশুরা। স্বপ্নের বাংলাদেশ গড়তে এ শিক্ষার্থীরা কাজ করবে বলেও প্রত্যাশা করছেন তিনি।
প্রধান শিক্ষক কামনা ত্রিপুরার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেম। এতে অন্যদের মধ্যে বক্তব্যদেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, ইউআরসি মোহাম্মদ মাইনুদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা হ্যাপি চাকমা, সোনামিত্র চাকমা প্রমুখ। এসময় শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।