
সোহানুর রহমান, দীঘিনালা।।
পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় নানা আয়োজনে শুরু হয়েছে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সামাজিক প্রধান উৎসব ‘বৈসু’ অনুষ্ঠান।
এ উৎসবকে কেন্দ্র করে পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের লোকজনের মাঝে বইছে উৎসবের আমেজ। পুরাতন বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ উপলক্ষে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই উৎসব চলবে।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকাল ১১টায় জুনুতি স্মৃতি পাঠাগার আয়োজিত ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী এ উৎসবে ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
এ সময় বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যান সংসদের খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি ও জুনুতি স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা কার্তিক ত্রিপুরার সভাপতিত্বে অন্যদের মধ্যে দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাশেম, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত মথুরা বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সাংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা মিঠু, দীঘিনালা উপজেলা শাখার সভাপতি ঘনশ্যাম ত্রিপুরা মানিক, সাধারণ সম্পাদক বিভাস ত্রিপুরা ওমেন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, ‘পাহাড়ে শান্তি চুক্তির মধ্যদিয়ে সকল জনগোষ্ঠীর মাঝে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। পাহাড়ে বৈসাবি উৎযাপনের মধ্যদিয়ে পাহাড়ে উৎসবের আমেজে নতুন রূপে সাঁজে। সকল সম্প্রদায় অংশগ্রহণে পাহাড়ের বিশাল আয়োজনে এবার মেলার আয়োজন করা হয়েছে।’
এসময় তিনি উপস্থিত সকলকে পহেলা বৈশাখ ও বৈসাবি শুভেচ্ছা জানান। পরে ত্রিপুরা জনগোষ্ঠীর গিলা খেলার চাটকি নিক্ষেপ করে সাপ্তাহ ব্যাপি খেলার উদ্বোধন অতিথিরা।