
সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় ২৯ ভোটকেন্দ্রের মধ্যে ০২ টি রয়েছে দুর্গম এলাকায়। কেন্দ্রটিতে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মীদের যেতে হবে হেলিকপ্টারে। অন্যটি যেতে হলে পার হতে হবে নদী। কিছু কেন্দ্রগুলোতে মোবাইল নেটওয়ার্কের বাইরে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্যে ০৫ টি ইউনিয়ন মিলে মোট ভোটার ৮৮ হাজার ৩৭৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৫ হাজার ৮৭ আর নারী ভোটার ৪৩ হাজার ২৮৯ জন ও হিজরা ভোটার ০১ জন।
দুর্গম ২৯টি ভোটকেন্দ্রের মধ্যে রয়েছে আয়তনে বড় ইউনিয়ন মধ্যে মেরুং ও বাবুছড়া রয়েছে প্রথম সারীতে। ভোটের দিক থেকে এগিয়ে মেরুং ইউনিয়ন। এই দুই ইউনিয়নের কেন্দ্র গুলো দুর্গম এলাকায়। এসকল ভোটকেন্দ্র ভোট দিতে হলে দুর্গম পাহাড়ি পথ পারি দিতে হবে ভোটারদের।
আজ শনিবার সকালে উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে দেখা যায় বিজিবি, পুলিশ, সেনাবাহিনী ও আনসারের বিশেষ টিমের নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জামসহ সংশ্লিষ্ট জনবল কেন্দ্র গুলোতে পৌছে দেওয়া হচ্ছে।
দীঘিনালা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, দুর্গম ভোটকেন্দ্রগুলোতে এবারও নির্বাচনী সরঞ্জামসহ সংশ্লিষ্ট জনবল হেলিকপ্টারে আনা-নেওয়ার ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ ওইসব কেন্দ্রে নির্বাচনী মালামালসহ সংশ্লিষ্ট লোকজনকে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদও বিষয়টি নিশ্চিত করেছেন।
এবারে আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার বিপরীতে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে লাঙল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিথিলা রোয়াজা। এ ছাড়া তৃণমূল বিএনপির মনোনয়ন নিয়ে সোনালি আঁশ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উশ্যেপ্রু মারমা এবং ন্যাশনাল পিপলস পার্টির হয়ে আম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মো. মোস্তফা।