

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ি দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি হাই স্কুল মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধা সংবর্ধনা সহ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদের সভাপতিত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন সরকারি- বেসরকারি কর্মকর্তা – কর্মচারীরা। এর আগে সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে মহান বিজয় দিবস কুচকাওয়াজে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী, স্কাউট, হলদে পাখির দল ও গার্ল গাইডের মাধ্যমে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী. মোঃ কাশেম। এসময় অভিবাদন মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক উপস্থিত ছিলেন।
এসময় বিজয় দিবসকে কেন্দ্র করে বেলুন ও পায়ড়া উড়িয়ে গার্ড পরিদর্শন করা হয়। পরে পুলিশ, আনসার, রোভার ও গার্লস গাইডসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কুচকাওয়াজে অংশ নেন।
এসময় উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুস সালাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক সহ সরকারি – বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয হেডম্যান- কার্বারী, শিক্ষক সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে শনিবার সকালে দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি ও
আঞ্চলিক রাজনৈতিক দলগুলো পুষ্পমাল্য অর্পন করেন। এছাড়াও পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।