দীঘিনালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালায় প্রশাসনের উদ্যোগে  শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ কাশেম। তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিবাহিনীর চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মা তখনি শান্তি পাবে যখন দেশ ক্ষুদা দারিদ্র মুক্ত দেশে পরিনত হবে। বর্তমান সরকার এটিকে রূপ দিতে কাজ করছে। আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করলেই এটি খুব শিগ্রই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে করা সহজ হবে।’

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, ‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট একই সুঁতোয় গাথা। দেশকে মেধা ও নেতৃত্ব শূন্য করতেই ১৪ ডিসেম্বরের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা এ হত্যাযোজ্ঞ চালায়।’

এতে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোতালেব সুফি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, সহকারী শিক্ষা কর্মকর্তা সোনামিত্র চাকমা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ্ মোফাচ্ছেল হক, দীঘিনালা থানার সাব- ইন্সপেক্টর মোহাম্মদ কামরুজ্জামান বক্তব্য দেন।

এসময় উপজেলা সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম উদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর, সাংবাদিক সোহানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।