

।। সোহানুর রহমান, দীঘিনালা।।
দীঘিনালায় অনুষ্ঠিত শিব চতুর্দশী উদযাপন উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ পরিদর্শন শেষে স্থানীয় পূণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
শনিবার (০৯ মার্চ) সকালে দীঘিনালা উপজেলার দীঘিনালা শ্রী শ্রী সনাতন শিব মন্দির, বুদ্ধপাড়া সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরে অনুষ্ঠিত শিব চতুর্দশী ব্রত উদযাপন উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ শ্রবণ শেষে পূণ্যার্থী এবং মন্দির পরিচালনা কমিটির সাথে কুশল বিনিময় করেন তিনি।
এর আগে তিনি শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে ডাবের পানিতে শিব স্নান ও প্রদীপ প্রজ্বলন করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা, অধ্যাপক নীলুৎপল খীসা সহ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দীঘিনালা শ্রী শ্রী সনাতন শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জীবন চৌধুরী উজ্জ্বল জানান, ‘শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি শিব স্নান করানোর পর কিছুক্ষণ মহানাম যজ্ঞ শ্রবণ করেন। এর পর পরিচালনা কমিটি ও পূর্ণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন।’