

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুনুর রশীদ।
আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংবাদিক সোহানুর রহমান, সাংবাদিক আব্দুল জলিল ও সাংবাদিক মহাসিন মিয়া বক্তব্য দেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ বলেন, ‘পাহাড়ের শান্তি সম্প্রীতি ও উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। দীঘিনালায় প্রশাসন, আইনশৃংঙ্খলা বাহিনী ও সাংবাদিকেরা একটি টিম হিসেবে উপজেলার উন্নয়নের পক্ষে কাজ করবে।’
দীঘিনালা উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও।
তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের আয়না। পাহাড়ি জনপদের এলাকার বিভিন্ন উন্নয়নে কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা ইতিমধ্যে উপজেলা প্রশাসনের নজরে এসেছে। সরকারী কর্মকর্তা হিসেবে নিয়ম-নীতির মধ্যে থেকে দীঘিনালায় ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।’
এর আগে তিনি চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলায় ইউএনও হিসাবে কর্মরত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, ইউআরসি মোহাম্মদ মাইনুদ্দিন, সাংবাদিক জীবন চৌধুরী, সাংবাদিক আল-আমিন, সাংবাদিক সোহেল রানা, সাংবাদিক নূর হোসেন সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।