দীঘিনালায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেডের ফরমেনশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের (এএফআরটিসি) উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (০৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে সামরিক বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিসিন, শিশু, গাইনীসহ বিভিন্ন রোগের পরামর্শ দেওয়া হয়।

এ সময় রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এসময় স্বাস্থ্যসেবা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনীর  এএফআরটিসির প্রধান প্রশিক্ষক লেঃ কর্ণেল মাহফুজ মান্নান সুমন, পিএসসি। 

তিনি বলেন, ‘প্রতিবারের মতো সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ  বিতরণ করা হচ্ছে। এ উদ্যোগ সাধারণ মানুষের উপকারে আসছে বলে আমরা মনে করি। সারাবছর আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।’

লেঃ কর্ণেল মাহফুজ মান্নান সুমন আরো বলেন, ‘জাতি, গোষ্ঠী নির্বিশেষে পাহাড়ি এলাকার মানুষদের সুচিকিৎসার জন্য আমাদের এ আয়োজন। সেনাবাহিনী নিয়মিত কাজের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দুঃখ— কষ্ঠ লাঘব করার চেষ্ঠা করছে।’ 

সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা পেয়ে পাবলাখালী শান্তিপুর এলাকার বিনা চাকমা (৪০), সুমিলন চাকমা (৫৫), সরলতা চাকমা (৮০) ও লক্ষিমণি চাকমা (৮০) গণমাধ্যম কর্মীদের কাছে সন্তুষ্ঠি প্রকাশ করেন। 

এফআরটিসি চিকিৎসক আরএমও ক্যাপ্টেন এম এম মেহেদী হাসান বলেন, ‘আমরা সারাদিনে ২শত ৫০জন রোগী দেখেছি। দুর্গম এলাকা হওয়ায় বয়স্ক, শিশু ও বাত- ব্যাথায় আক্রান্ত রোগীদের পরামর্শ ও বিনামূল্যে ঔষধ প্রদান করেছি।’

এসময় সেনাবাহিনীর দীঘিনালা প্রশিক্ষণ কেন্দ্রের (এএফআরটিসি) টুআইসি মেজর  আব্দুল্লাহ আল মামুন, ক্যাপ্টেন দুর্লভ কুমার রায়, ক্যাপ্টেন রিফাত জামিল, ক্যাপ্টেন আব্দুল্লাহ হীল মাফি সহ স্থানীয় হেডম্যান— কার্বারী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত বরণ বড়ুয়া উপস্থিত ছিলেন।