

সোহানুর রহমান, দীঘিনালা।।
স্বাধীনতা দিবসে সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সামাজিক এনজিও সংস্থা আশা। এতে অংশ নেয় প্রায় অর্ধশতাধিক শিশু।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর পরিবাগে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্থাটির উপজেলা কর্মকর্তা এবিএম সুমন রোয়াজা।
এতে অংশ নেয় শিমুল শিক্ষা কেন্দ্রের ৩৮জন সুবিধাবঞ্চিত শিশুর পাশাপাশি স্থানীয় শিশুরা। তিনটি বিভাগে পরিবেশ, জাতীয় পতাকা, স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধের ছবি আঁকে শিশুরা।
প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিশুকে উপহার হিসেবে আর্টবোর্ড, রঙপেন্সিলসহ চিত্রাঙ্কনের সরঞ্জাম দেওয়া হয়। স্বাধীনতা দিবসে একটি বৈষম্যহীন সমাজের প্রত্যাশায় শিশুরা যাতে শ্রেণি বিভেদের উর্ধ্বে চিন্তা করতে পারে এজন্যই এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানের উদ্বোধক এবিএম সুমন রোয়াজা বলেন, এমন আয়োজনের ফলে অবহেলিত শিশুদের মাঝেও দেশপ্রেম ও শিল্পকলার বীজ বপন হবে। সুবিধাবঞ্চিত শিশুরাও সুন্দর ছবি আঁকতে জানে, শুধু প্রয়োজন একটু সহযোগিতা।’
চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রস্তাবক সংস্থাটির শিক্ষা সুপারভাইজার মোঃ আবদুর রহমান বলেন, ‘এই প্রতিযোগিতা শুধু বিজয়ীদের উপহার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার মান ঠিক রাখতে ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে আশা কাজ করছে।’
এসময় শিমুল শিক্ষা কেন্দ্রের সেবিকা মোছাঃ শারমিন আক্তার এ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।