দীঘিনালায় ৫কেজি গাঁজাসহ আটক ১

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালায় ০৫ কেজি গাঁজা পাচারের সময় সুনীল কান্তি দেওয়ান (৩৮) নামের একজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার বিকেলে জেলার দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তিপুর এলাকা থেকে এ গাঁজা আটক করা হয়। সুনীল কান্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানিয়েছেন দীঘিনালা থানার সাব- ইন্সপেক্টর মোহাম্মদ কামরুজ্জামান। 

আটক সুনীল কান্তি দেওয়ান খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তিপুর এলাকার রমেন্দ্র লাল দেওয়ানের ছেলে বলে জানা গেছে। 

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কবাখালী শান্তিপুর এলাকায় একটি চালান বিক্রির জন্য গাজা বহন করছে। এ খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ সুনীল কান্তি দেওয়ানকে গাঁজা বহন অবস্থায় আটক করা হয়। 

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক সুনীল কান্তি দেওয়ানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’