

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়: আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার রামগড়ে জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রামগড় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো.সহিদুজ্জামান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো.সহিদুজ্জামান বলেন- আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। যদি কেউ নির্বাচনী পরিবেশ অশান্ত করার চেষ্টা করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এসময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর, জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান মো আনোয়ার ফারুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ, ১নং রামগড় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো.শাহ আলম মজুমদার, ২নং ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন, কাউন্সিলর আহসান উল্ল্যাহ, কাউন্সিলর মো.আবদুল হক, ইউপি সদস্য আব্দুল আলিম প্রমূখ।

জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়ের আগে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো.সহিদুজ্জামান প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ উদ্বোধনে বক্তব্য রাখেন। এসময় ও খাগড়াছড়ি পুলিশ সুপার উপস্থিত ছিলেন।