

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি॥
পার্বত্য জেলা খাগড়াছড়ির ২৯৮নং আসন থেকে টানা তিন বার নৌকার প্রতীকে বিজয়ী হয়ে বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে যোগদানের পর গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুরে তার নির্বাচনী এলাকায় আসার পথে পথে দলীয় নেতাকর্মীরা এবং এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছায় ভালোবাসায় সিক্ত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুরে রামগড় হয়ে গুইমারা উপজেলার প্রবেশমুখ জালিয়াপাড়াতে অবস্থিত হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে লক্ষীছড়ি ও মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং হাফছড়ি ইউনিয়নের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
পরে গুইমারাতে পৌছালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান কংজরী চৌধুরী এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেমং মারমার নেতৃত্বে উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সকলের ভালোবাসায় সিক্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল এমপি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, পার্বত্য এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও এলাকার ধারাবাহিক উন্নয়নে তিনি সচেষ্ট থাকবেন।
তিনি বলেন, পাহাড়ী-বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে গুরু দায়িত্ব দিয়েছেন। এই গুরু দায়িত্ব পালনের আমার পক্ষ থেকে সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাবো। আমি পার্বত্য এলাকার উন্নয়নের একটি রোল মডেল তৈরী করবো। যাতে করে পার্বত্য এলাকার মানুষ তাদের জীবনমান উন্নয়নের দিকে অগ্রসর হতে পারে।
স্থানীয় এলাকাবাসী বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার কুজেন্দ্র লাল ত্রিপুরা কে প্রতিমন্ত্রী হিসাবে দেখার প্রত্যাশা পূরণ করলেন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এতে পূরো খাগড়াছড়িসহ পার্বত্যবাসী সন্তুষ্ট।
এছাড়াও জেলার রামগড়, মাটিরাঙ্গাসহ বিভিন্ন উপজেলায় যাত্রাপথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা ফুল দিয়ে বরণ করে নেন।
ছবি: সংগৃহিত