নবনিযুক্ত পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ফুলের শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিবের

নিজস্ব প্রতিবেদক।।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান, এনডিসি।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ শেষে বৃহস্পতিবার (১১জানুয়ারি) রাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সহ উর্ধ্বতন কর্মকতাবৃন্দ নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা ও সাৎক্ষাত করেন।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছবি: খগেন্দ্র ত্রিপুরা।