

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
আসন্ন ৭ জানুয়ারি ২০২৪খ্রি. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ে উপজেলার জনপ্রতিনিধি এবং কর্মকর্তাগণের নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের নব-নির্মিত অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের রিটার্নিং অফিসার মোঃ সহিদুজ্জামান।
সভায় পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুক্ত ধর। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান বলেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। যদি কেউ নির্বাচনী পরিবেশ অশান্ত করার চেষ্টা করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। এসময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠ এবং সুন্দর পরিবেশে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম, প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেবসহ এলাকার জনপ্রতিনিধি হেডম্যান, কার্বারী গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।