নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে — খাগড়াছড়ি জেলা প্রশাসক সহিদুজ্জামান

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে রির্টানিং কর্মকর্তাদের সাথে উপজেলার জনপ্রতিনিধিগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

সভায় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আশা করছি সকলের আন্তরিকতা ও সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এসময় বিশেষ অতিথির বক্তব্যদেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার), জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেম, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, ইউপি সদস্য হেলাল উদ্দিন।

জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা আশা করি স্থানীয় রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা আন্তরিক সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।’

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বলেন, ‘নির্বাচন সুষ্ঠ করতে কমিশনের নিদ্দেশনায় শান্তিপূর্ণ পরিবেশে ৭ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। ভোটারেরা যাতে নির্বিগ্নে ভোট প্রদান করতে পারে সেদিকেই নজর দিচ্ছে কমিশন।’

মতবিনিময় সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাহেনসা লতিফুর খায়ের, সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসনাত খান, থানাভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল হক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।