নোয়ারাম চাঙমা সাহিত্য সংবোর্ধনায় শিশু সাহিত্যিক মোয়াজ্জেম হোসেন আলমগীর

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি: দীর্ঘ সময় ধরে শিশুসা‌হিত্য চর্চা করে আসছেন মোয়াজ্জেম হোসেন আলমগীর। এই সময়ের শিশুসা‌হিত্যের আলোকিত মুখ তি‌নি। এবার শিশু সা‌হিত্যে অবদানের জন্য নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদ সংবোর্ধনা পেলেন তিনি।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার মুকুন্দ নিলিমায় এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে মোয়াজ্জেম হোসেন আলমগীরের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদের সেচ্ছাসেবীরা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান। আরও উপ‌স্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চাকমা লেখক সদস্য আর্য্য মিত্র চাকমা, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এনডিপি) উপদেষ্টা বেলায়েত হোসেন রানা, নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদ দীঘিনালা উপজেলা শাখার সভাপতি শান্তি জীবন চাকমা।

এর আগে চাকমা জাতির ঐতিহ্য ও নিত্যের মধ্যদিয়ে অতিথিদের স্বাগত জানান আয়োজকেরা।

অনুষ্ঠানে সংবোর্ধনা পাওয়ার অনুভূ‌তি ব্যক্ত করে মোয়াজ্জেম হোসেন আলমগীর বলেন, ‌‘পুরস্কার প্রা‌প্তি এক রকম নিজের কাজের স্বীকৃ‌তি। প্রবাস জীবনে সুইডেন কাটিয়ে প্রতি বছর নাড়ির টানে বই মেলায় ফিরে আসি। চেষ্ঠা করি পাহাড়ে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর কথা ও ঐতিহ্য নিয়ে কাজ করতে। পাহাড়ের প্রত্যন্ত এলাকায় এসে এমন সংবোর্ধনা আগামী দিনগু‌লোতে পথ চলার পাথেয় হয়ে থাক‌ল। যারা এই সংবোর্ধনার জন্য আমাকে মনোনীত করেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন কর‌ছি।’

নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদ কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক চার্লি চাকমার সভাপতিত্বে সুডেন প্রবাসী ও শিশু সাহিত্যিক মোয়াজ্জেম হোসেন আলমগীরকে সম্মানা দিয়ে মানপত্র পাঠ করেন মাদ্রে দেবী। এর আগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চাকমা ভাষায় অসামান্য অবদানের জন্য মুকুন্দ চাকমা ও চনি লাল দেওয়ানকে (মরনোত্তর) সম্মাননা প্রদান করা হয়। এবছর এ সম্মাননা পেলেন শিশু সাহিত্যিক কবি মোয়াজ্জেম হোসেন আলমগীর।