পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ২ শ্রমিক গুরতর আহত, চমেকে প্রেরণ

প্রতিনিধি, খাগড়াছড়ি ও পানছড়ি ।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত সড়ক কাজে নিয়োজিত ২ রাজমিস্ত্রীর শ্রমিক কাজ শেষে বাড়ী ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত, চমেকে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) প্রতিদিনের ন্যায় ঘিলাতলীর মিগপয়েন্টের আড়াই কিলো এলাকার ভিতর থেকে কাজ শেষে  মোটর সাইকেলে করে বাড়ীতে ফেরার পথে লোগাং ইউনিয়নের হারুবিল এলাকায় আনুমানিক সন্ধ্যা ৬ টা ১০ মিনিটের দিকে সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে। এতে মোটর সাইকেলে থাকা তিনজন এর পিছনেরজন অঙ্গুর মিয়া (৩২)’র মাথায় গুলি লেগে ঘটনাস্থলে পড়ে যায়। দ্বিতীয়জন আবদুল  রশিদ (৩৭) এর হাতে গুলি লাগলেও চালক অক্ষত থাকায় পালিয়ে লোগাং বাজারে এসে প্রাথমিক চিকিৎসা নেয় ও বিষয়টিকে স্থানীয় প্রশাসনকে অবগত করে। পরে সন্ধ্যা ৭ টায় ৩বিজিবির টহল টিম এ্যাম্বুলেন্স নিয়ে আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে।

আহতরা হলেন- হাতের বাহুতে গুলিবিদ্ধ আবদুল রশিদ (৩৭)। সে পানছড়ি উপজেলার দমদম-কালানাল গ্রামের আবুল হাশেমের পুত্র। অন্যজন মাথায় ও পিঠে গুলিবিদ্ধ অঙ্গুর মিয়া (৩২)। সে উল্টাছড়ি ইউনিয়নের মধ্যনগর গ্রামের  মধু শাহ এর পুত্র।

গুলিবিদ্ধদের অবস্থা আশংকাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক ডাঃ হাসান পারভেজ তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার পরপরই অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে আহতদের দেখতে স্থানীয়রা  হাসপাতালে  ছুটে আসে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এদিকে আবার খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে আনলে অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চমেকে প্রেরণ করা হয়েছে।

তবে এ ঘটনায় ইউপিডিএফ জড়িত নয় বলে জানিয়েছেন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা। রাতে সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, গত ১১ ডিসেম্বর ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের চার নেতাকে হত্যার প্রতিবাদে ইউপিডিএফের চলমান আন্দোলনকে বানচাল করে দেয়ার লক্ষ্যে এ ধরনের ঘটনার সাথে ইউপিডিএফকে জড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। বিবৃতিতে তিনি বিভ্রান্তিকর, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সকল গণমাধ্যমের প্রতি আহবান জানান।

এ ঘটনায় পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধদের ৩ বিজিবি-র এ্যাম্বুলেন্সে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।