

প্রতিনিধি, পানছড়ি।।
পানছড়িতে ইন্টগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে দশ টায় লোগাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ ফাতেমা নগর গ্রামের কলোনী পাড়া কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতেমা নগর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ এম এ বাসার।
প্রধান বক্ততা হিসাবে উপস্হিত ছিলেন আইডিএফ’র খাগড়াছড়ি এরিয়া ম্যানেজার মোঃ মাহবুবুল কবির।
পানছড়ি শাখা ব্যবস্থাপক কর্নজয় ত্রিপুরার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেনপ্যারামেডিক যথাক্রমে মোঃ আব্দুর রহিম, জয় চক্রবর্তী, বিদ্যুসী চাকমা ও SFO বিপ্লব কান্তি ধর।
পরে ফাতেমা নগর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের ৪০ ছাত্র ছাত্রী ও এলাকার পুরুষ মহিলা শিশু সহ শতাধিক মানুষক বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়।