
পানছড়ি প্রতিনিধি, খাগড়াছড়ি: “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমার ঐকবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পানছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
৯ ডিসেম্বর ২০২৩ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে সকাল ৯ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা উপস্থিত ছিলেন।
ডাক্তার ছৈয়দ আহাম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী কমিশনার ( ভুমি)আহমেদ হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া,সমাজ সেবা অফিসার সংগীতা ভৌমিক প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তাগন সহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।