
প্রতিনিধি, পানছড়ি।।
পানছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সকাল দশটায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার শাহাদাত উল্লাহ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মডেল মসজিদের খতিব মাওঃ শাব্বির মাহমুদ রশিদী, সাধারণ কেয়ার টেকার দানেশ আলী আজাদী, ইসমাইল বিন ইউসুফ ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ এম এ বাসার।
মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের প্রতি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দমদম জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, দারুল আকরাম মাদ্রাসার প্রধান শিক্ষক হাঃ মাওঃ নুরুজ্জামান।