
সংবাদ বিজ্ঞপ্তি।।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ৩১/০১/২০২৪ খ্রি., সময়-২২.১০ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে পানছড়ি থানাধীন ০৩নং পানছড়ি সদর ইউপির ০৫ নং ওয়ার্ড কলোনী পাড়া সাকিনস্থ পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গামী রাস্তার মুখে পানছড়ি বাজার হতে দুদুকছড়াগামী পাকা রাস্তার উপর আটক করা হয়। আটকৃত ব্যক্তি হলেন অদ্যুৎ চাকমা (৩২)। তিনি পানছড়ি থানার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ার বাসিন্দা। এসময় তার থেকে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পানছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান থানা কর্তৃপক্ষ।