

প্রতিনিধি, পানছড়ি।।
জেলার পানছড়িতে বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মরহুমের জানাজায় পানছড়ি উপজেলা প্রশাসনের সহকারি কমিশনা (ভূমি) আহমদ হাসান, থানার ওসি মোঃ শফিউল আজম সহ সাংবাদিক ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন। এ সময় গ্রামবাসীর উপস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদান করা হয়। গার্ড অব অনার পরিচলনা করেন পানছড়ি থানার এস আই কামরুল হাসান।
গত ২৪ জানুয়ারী দিবাগত রাত ৩টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে স্ত্রী,পাঁচ ছেলে, এক মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।