পানছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

সৈয়দ এম এ বাসার, পানছড়ি  প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়।

এই সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এডিন চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ।

এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) আহমেদ হাছান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা,পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব,উপজেলা সমবায় কর্মকর্তা সঙ্গীতা ভূমিক।

এই সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।