
স্টাফ রিপোর্টার।।
চোরাইপথে শুল্ক ফাঁকি দিয়ে পানছড়িতে আনা বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ।
৬ফেব্রুয়ারি রাতে খাগড়াছড়ি সদর থানা ও পানছড়ি থানার চৌকস টিমের যৌথ অভিযোনে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের বিদেশী ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। এসময় বিমল চাকমা নামে একজনকে আটক করে পুলিশ।
আটককৃত বিমল চাকমা পানছড়ি থানার লোগাং ইউনিয়নের চান্দিটিলা এলাকার ভূবন্তু চাকমার ছেলে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। এসময় তিনি বলেন, এ ঘটনায় পানছড়ি ও খাগড়াছড়ি সদর থানায় পৃথক পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। আসামীর বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়াও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।