

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ির থানা পুলিশের বিশেষ অভিযানে জাহেদুল আলম অনিক (১৯)পিতা মৃত ইমাম হোসেনের ছেলে সাং কলোনী পাড়া অপর আরেক জনের নামঃ অমিত হাসান( ১৯) পিতা জালাল হোসেন সাং সাঁওতাল পাড়া নামের এই দুজন মাদক ব্যবসায়ীকে ৪৫পিচ ইয়াবাসহ আটক করেছে পানছড়ি থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ১২টা ৪৫ এর দিকে পানছড়ি থানার এসআই (নিঃ) সৈয়দ ছানাউল্লা সঙ্গীয় ফোর্সসহ পানছড়ি থানা এলাকায় রাত্রীকালীন মোবাইল ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী ১/ জাহেদুল আলম অনিক (১৯), এর নিকট ২৫ পিচ ২/অমিত হাসানের নিকট হইতে ২০ পিচ সর্বমোট দুজন থেকে ৪৫ ,পিচ কমলা রংএর ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।তারা ০৩নং সদর পানছড়ি ইউপি, থানা- পানছড়ি, জেলা-খাগড়াছড়ি, পানছড়ি বাজার তালুক দার পাড়া ইটের রাস্তার উপর থেকে ৪৫(পয়তাল্লিশ ) পিচ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক থানায় মামলা রুজু হয়েছে।
খাগড়াছড়ি জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে এবং সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে মাদক ও চোরাকারবারি অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) এর সুদক্ষ নেতৃত্বে জেলায় বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে।