পানছড়িতে ৬৪০ পিচ ইয়াবা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি।।
খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে এবং সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে মাদক ও চোরাকারবারি অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর সুদক্ষ নেতৃত্বে অত্র জেলায় বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ ০৮/১২/২০২৩ খ্রিঃ তারিখ রাত ০৪.৫৫ ঘটিকার সময় এসআই (নিঃ) মুহাম্মদ ইয়াছিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পানছড়ি থানা এলাকায় রাত্রীকালীন মোবাইল ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধৃত আসামী সৈকত পাটোয়ারী (২৬), পিতা-মৃত রফিক উল্ল্যা পাটোয়ারী, মাতা- আনোয়ারা বেগম, সাং- তালুকদার পাড়া (পানছড়ি বাজার), ০৩নং পানছড়ি ইউপি, থানা- পানছড়ি, জেলা- খাগড়াছড়ি, এর নিজ বসত থেকে ৬৪০(ছয়শত চল্লিশ) পিচ কমলা রংয়ের ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।