পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

প্রতিনিধি, পানছড়ি।।
পানছড়ি উপজেলার পানছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।েআজ সোমবার (পহেলা জানুয়ারী) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বই তুলে দেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাজির হোসেন এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা, সহকারী শিক্ষা অফিসার এডিন চাকমা, সহকারি শিক্ষা অফিসার সুস্মিতা ত্রিপুরা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহান কবির সাজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপাশা বড়ুয়া প্রমুখ।

এবছর অত্র বিদ্যালয়ের শিশু শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ৩৮৫ জন শিক্ষার্থীদের নতুন বই তুলে দেন অতিথিরা।