পার্বত্য চট্টগ্রামকে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে করতে চাই: পার্বত্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার।।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, পার্বত্য অঞ্চল একসময় পশ্চাৎপদ ছিলো। দেশের এক দশমাংশ নিয়ে পার্বত্য অঞ্চল। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮জানুয়ারী) দুপুরে খাগড়াছড়ি পৌরসভা কর্তৃক “নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)” শীর্ষক নগর সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এসেছে, কিন্তু উল্লেখযোগ্য কোন কাজ করেনি। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে ব্যাপক উন্নয়ন হবে। শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামে শান্তি চান। বঙ্গবন্ধু চেয়েছে সোনার বাংলা, শেখ হাসিনা টার্গেট দিয়েছে ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠন করা। কষ্টার্জিত বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এসময় আলোচনা সভায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, প্যানেল মেয়র-১ মোঃ শাহ আলম, পৌরসভার প্রধান নির্বাহী পারভিন আকতার প্রমুখ।

এসময় পৌরসভার সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে পৌরসভা গেইট থেকে আলোচনা সভাস্থল পর্যন্ত ফুল ছিঁটিয়ে বরণ করে নেন পৌরসভার কর্তৃপক্ষ।