

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
২৯৮ নং খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প নাই, একসময়ে পিছিয়ে থাকা খাগড়াছড়ি জেলা আজ সমৃদ্ধের পথে। আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে খাগড়াছড়ির শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটন খাতে আমুল পরিবর্তন এসেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়ির জনগণ নৌকা মার্কায় ভোট দিবেন।
গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসংযোগ ও উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি উপজেলার থলিবাড়ি ও নাকাপা, লামকুপাড়া, থলিপাড়া ,বড় পিলাক ও রামগড় বাজার সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।
নির্বাচনী মাঠে পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক চাইথো অং মারমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, মংক্যচিং চৌধুরী, এড.আশুতোষ চাকমা, এম এ জব্বার, দিদারুল আলম দিদার, নিলোৎপল খীসা, খোকনেশ্বর ত্রিপুরা, শতরুপা চাকমা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ক্রইসাঞো চৌধুরী,সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, জনসংযোগ ও উঠান বৈঠকে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীরসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।