পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
২৯৮ নং খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প নাই, একসময়ে পিছিয়ে থাকা খাগড়াছড়ি জেলা আজ সমৃদ্ধের পথে। আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে খাগড়াছড়ির শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটন খাতে আমুল পরিবর্তন এসেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়ির জনগণ নৌকা মার্কায় ভোট দিবেন। 

গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসংযোগ ও উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি উপজেলার থলিবাড়ি ও নাকাপা, লামকুপাড়া, থলিপাড়া ,বড় পিলাক ও রামগড় বাজার সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।

নির্বাচনী মাঠে পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক চাইথো অং মারমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, মংক্যচিং চৌধুরী, এড.আশুতোষ চাকমা, এম এ জব্বার, দিদারুল আলম দিদার, নিলোৎপল খীসা, খোকনেশ্বর ত্রিপুরা, শতরুপা চাকমা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ক্রইসাঞো চৌধুরী,সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, জনসংযোগ ও উঠান বৈঠকে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীরসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।