

নিজস্ব প্রতিনিধি, পানছড়ি: প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়- সম্পদ”এমন বিশ্ব গড়ি, প্রতিবন্ধীদের প্রতিভা বিকশিত করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা হলরুমে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে প্রতিবন্ধী ও তাদের অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সহায়ক উপকরণ বিতরণ ও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের হলরুমে —সচেতন রই- সাইবার স্মার্ট হই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি পুনাকের উদ্যােগে জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় “সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিং ও সচেতনতা” বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করার ফলে তাদের সম্মান বেড়েছে। এখন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়।দেশের প্রতিটি এলাকার প্রতিবন্ধীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। প্রতিমাসে তারা ভাতা পাচ্ছেন।এবং তারা বিভিন্ন প্রতিভার স্বাক্ষর রাখছেন। তিনি বলেন, এই প্রতিবন্ধীদের বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মান কখনো সম্ভব না। তাদেরকে আমরা উৎসাহিত ও সুযোগ করে দিতে পারলে তারা এই দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। তাদেরকে নিয়েই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।

সোমবার (৫ ফেব্রুয়ারী) সকালে দুই পর্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন পিপিএম (ক্রাইম এন্ড অপস্) এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- জেলা অটিস্টিক অফিসার মোঃ শাহাজান।
এই সময় উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা সার্কেল এর সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ ছালেহ, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম, পানছড়ি উপজেলার সমাজ সেবা অফিসার মোহাম্মদ সামছুল আলম, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া।
আয়োজিত অনুষ্ঠানে সচেতনতা মূলক বক্তব্য প্রদান শেষে শারিরীক প্রতিবন্ধী জলফা সাঁওতাল ও মোহাম্মদ শাহাবুদ্দীনকে হুইল চেয়ার প্রদান করা হয়। এইছাড়াও শিক্ষার্থী প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার প্রদান করেন অতিথিবৃন্দরা।এই আয়োজনে বিভিন্ন বয়সের শতাধিক প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এইছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্কুলগামী শিক্ষার্থীদের নিকট হতে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) তাদের বিভিন্ন সমস্যার কথা শ্রবণ করেন এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেগুলো সমাধানের নির্দেশনা প্রদান করেন।এতে সভাপতিত্ব করেন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুপ দত্ত তালুকদার।

সাইবার নিরাপত্তা ও ইভটিজিং বিষয়ক বিভিন্ন সমস্যার সতর্কতামূলক নির্দেশনা প্রদানকালে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করেন এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন করে তাদেরকে ফেসবুক ব্যবহারের প্রতি নিরুৎসাহিত করেন। তিনি আরও বলেন, কেউ হয়রানি করলে, ইভটিজিং বা উত্যক্ত করলে কাউকে ছাড় দেওয়া হবেনা। তাদের বিরুদ্ধে আমাদের দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সর্বশেষে শিক্ষার্থীদের বিভিন্ন কুইজ প্রশ্ন করা হয়, সেই কুইজ প্রশ্নের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি।