বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গুইমারা সেনা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

আবদুল আলী, গুইমারা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের সৌজন্যে অসহায় ও হতদরিদ্র, দুস্থদের মাঝে আর্থিক সহায়তা, ইফতার সামগ্রী বিতরণ, সেলাই মেশিন, সৌর বিদ্যুৎ,ডেউটিন বিতরন সহ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

১৭ই মার্চ গুইমারা সরকারী কলেজ মাঠে আর্থিক সহায়তা, ইফতার সামগ্রী, মেডিকেল ক্যম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। প্রধান অতিথি বক্তব্যে উপস্থিত সকলকে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন বজায় রেখে একত্রে বসবাসের পরামর্শ প্রদান ও এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সচেতনতা মূলক সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এধরনের জনসেবা মুলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দুইশত অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী, তিনশত জনকে চিকিৎসা সেবা ও ঔষধ, দশপরিবারকে সোলার প্যানেল, বিশপরিবারকে সেলাই মেশিন, দশ পরিবারকে ঢেউটিন, অর্ধশত পরিবারকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা ও দশটি মসজিদ ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এসময় গুইমারা রিজিয়নে দায়িত্বপ্রাপ্ত উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।