

।। মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা।।
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের পক্ষ থেকে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) সকালে পলাশপুর মহিলা এতিমখানার ৭৫ জন এতিমদের এবং জোনের দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ ও অসহায় ৬০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী, মোহাম্মদপুর জামে মসজিদে একটি মাইক, দারুস সুন্নাহ এতিমখানা মাদ্রাসা ও মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলে বিভিন্ন ধরণের খেলাধুলার সামগ্রী প্রদান করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান, পিএসসি।
এ সময়, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি এবং সেনাবাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি, বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।