

।। প্রতিনিধি, বান্দরবান।।
ক্রীড়াঙ্গনে পার্বত্য জেলার নারীদের এগিয়ে নিতে বান্দরবান সেনা রিজিয়ন ও জেলা প্রশাসন এর যৌথ আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় প্রমীলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে তিন পার্বত্য জেলার নির্বাচিত নারী ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে আনুষ্ঠানিক এ খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনাজোনের জোন কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি। তিনি রঙিন বেলুন উড়িয়ে খেলা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, বর্তমান যুবসমাজকে মাদকাসক্ত থেকে দূরে রাখতে খেলাধুলাকে বেছে নেওয়ার বিকল্প নেই।
টুর্নামেন্টে তিন পার্বত্য জেলা থেকে মোট ৩টি দল অংশগ্রহণ করেছে। বান্দরবান জেলা মহিলা ফুটবল দল, খাগড়াছড়ি জেলা মহিলা ফুটবল দল এবং রাঙ্গামাটি জেলা মহিলা ফুটবল দল।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তাগণ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ টুর্নামেন্টের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া।