

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪খ্রি. উদযাপন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।
শুক্রবার (১৫মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দীঘিনালা থানার উপ- পুলিশ পরিদর্শক প্রেমানন্দ মন্ডল, উপজেলার থানা বাজার ও বোয়ালখালী নতুন বাজার ফান্ড কর্মকর্তা (চৌধুরী) জেসমিন চাকমা ও সাংবাদিক মহাসিন মিয়া।
এসময় বক্তারা বলেন, ‘রোজার মাসে ভোক্তা সাধারণ যাতে কারো ব্যক্তিস্বার্থ বা লোভ-লালসার কারণে কষ্ট না পায় সেদিকে ব্যবসায়ী, জনগণ ও জনপ্রতিনিধিসহ সবাইকে সজাগ থাকতে হবে। রোজা, আসন্ন ইদ ও পাহাড়ের বৈসাবি উৎসবকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি না হয় সেদিকে লক্ষ রেখে প্রশাসন কাজ করছে। এ উৎসবগুলোতে জনভোগান্তি ও ভোক্তার অধিকার সংরক্ষণে নিয়মিত বাজার মনিটরিং, ভ্রাম্যমান আদালত চলমান রয়েছে।’
বক্তারা আরো বলেন, ‘কেনাকাটায় যাতে কোন ভাবেই অনিয়ম না হয় এবং গ্রাহকরা যেন তাদের ন্যায্য অধিকার পান, সে বিষয়ে ব্যবসায়ী ও ভোক্তা প্রত্যেকেই নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল হতে হবে।’
এসময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তনজিম চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন ফরাজি, সাংবাদিক সোহেল রানা, সাংবাদিক সোহানুর রহমান, উপজেলার টিসিবি ডিলার মোঃ রাজ্জাক সওদাগর, জাফর স্টােরের পরিচালক মোঃ জাফর, আপ্যায়নের পরিচালক মোঃ খোকন সহ বাজার পরিচালনা কমিটির সদস্য, রেস্টুরেন্ট, মুদি দোকানদার সহ ভোক্তা সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।