বাঁশের তৈরি শহীদ মিনারে ভাষা শহীদদের বুনোফুলের শ্রদ্ধা

মিলন ত্রিপুরা, খাগড়াছড়ি।।
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এ দিনটি জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত। এ দেশের জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত দিন।

আজকের এই দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে নিজেদের হাতের তৈরি বাঁশ, বেত, কাঠ এবং বনো ফুল দিয়ে সাজিয়েছে শহীদ মিনার বেদী। প্রকৃতির বনো ফুলে দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পেরে গর্বে কথাও জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার(২১ ফেব্রুয়ারি) সকালে দীঘিনালার নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা খালি পায়ে প্রভাতফেরি করে বাঁশের তৈরি শহীদ মিনার বেদীতে বনো ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।

ফুল দিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন,  ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণ করতে নিজেদের  হাতে শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা জানতে পারাটাই গর্বে।

নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা বলেন, আজকের এই দিনে শিক্ষার্থীদের নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পেরে খুবই ভালো লাগছে। তারা শিক্ষকদের নির্দেশনায় সম্পূর্ণ বাঁশ, বেত, কাঠ এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে শহীদ মিনার তৈরি করেছে। এতে আমরা শিক্ষার্থীদের ভাষা আন্দোলনের তাৎপর্য বোঝাতে পাড়ছি।