বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের ভাইবোনছড়া দক্ষিণ উপ-আঞ্চলিক শাখার ৪র্থ কাউন্সিল ও ত্রি-বার্ষিক সাধারণ সভা

। দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস), ভাইবোনছড়া দক্ষিণ উপ-আঞ্চলিক শাখার ৪র্থ কাউন্সিল অধিবেশন ও ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলাধীন গাছবান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সাংগঠনিক গানের মাধ্যমে সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে অনুষ্ঠানে সংগঠনের ভাইবোনছড়া দক্ষিণ উপ-আঞ্চলিক শাখার সভাপতি ও স্থানীয় ইউপির সদস্য অঞ্জন মোহন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা।

প্রধান অতিথি বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। যার শিক্ষা আছে, সেই এমনিতে বুদ্ধি জ্ঞানে সমৃদ্ধ হবে।

এসময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক খগেন্দ্র কিশোর ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, ভাইবোনছড়া ইউপির সদস্য পূর্ণ ভূষন ত্রিপুরা, গোলাবাড়ি ইউপির সংরক্ষিত মহিলা সদস্য মিলি ত্রিপুরা, নারী উদ্যোক্তা নিপু ত্রিপুরা, বিটিকেএসের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খোকন বিকাশ ত্রিপুরা, টিএসএফের ভাইবোনছড়া ইউনিয়ন শাখার সভাপতি উত্তম ত্রিপুরা আলোচনা সভায় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ভাইবোনছড়া ইউনিয়ন দক্ষিণ উপ-আঞ্চলিক শাখার সহ সাধারণ সম্পাদক গহেন্দ্র লাল ত্রিপুরার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ভাইবোনছড়া ইউনিয়ন দক্ষিণ উপ-আঞ্চলিক শাখার সহ-সভাপতি কিশোর কুমার ত্রিপুরা। সভায় সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন ভাইবোনছড়া ইউনিয়ন দক্ষিণ উপ-আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক গলেন্দ্র লাল ত্রিপুরা।

সভা শেষে আজীবন সদস্যদের মাঝে সংগঠনের সনদপত্র তুলে দেন অতিথিরা।

পরে সর্বসম্মতিক্রমে পুনরায় অঞ্জন মোহন ত্রিপুরাকে সভাপতি, শিক্ষক গহেন্দ্র লাল ত্রিপুরাকে নতুন সাধারণ সম্পাদক এবং কালা চান ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১১জন সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কাউন্সিল অনুষ্ঠানে সংগঠনের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক ধনেশ্বর ত্রিপুরার সঞ্চালনায় নতুন কমিটিদের শপথ বাক্য পাঠ করান খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সহ-সভাপতি ও ভাইবোনছড়া ইউপির প্রাক্তন চেয়ারম্যান পরিমল ত্রিপুরা।