

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির খাগড়াছড়ি সদর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (০৮ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের খুমপৈ রেস্টুরেন্টে কাউন্সিলের মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কাউন্সিলে খাগড়াছড়ি সদর উপজেলার এপিবিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিতান চন্দ্র বড়ুয়া সভাপতি, বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ নুরে আলম মনিক সাধারন সম্পাদক ও সুইনুমং মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, খাগড়াছড়ি সদর উপজেলার গঠন করা হয়।
কাউন্সিল ও ইফতার অনুষ্ঠানে লারমা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাসুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক কার্তিক ত্রিপুরা, নির্বাহী সভাপতি মো: আনোয়ার হোসেন, নির্বাহী সম্পাদক কাজী সাইফুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো: মনিরুল ইসলাম।