বাঘাইছড়িতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধি, বাঘাইছড়ি।।
বাঘাইছড়িতে উপজেলার সার্বিক বিষয় নিয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা প্রশাসনিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫জানুয়ারি) সকালে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা।

সভায় পৌর মেয়র জমির হোসেন,  উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়, থানা অফিসার ইনচার্জ, বিজিবি প্রতিনিধি, প্রেস ক্লাব সভাপতি ও সম্পাদক, ইউপি চেয়ারম্যানগণ, সরকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সদস্যগণ উপস্হিত ছিলেন।

সভায় এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয় এবং মদ,ইয়াবা বিক্রি ও চোরাচালান রোধে জনগণকে সম্পৃক্ত করে আইনি পুলিশিং সভা করার উপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সড়কের যত্রতত্র যানবাহন মোটরসাইকেল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির সাথে জড়িতদের বিষয়ে শীঘ্রই মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।