বাত্রিকস পেরাছড়া উপ-আঞ্চলিক শাখার নেতৃত্বে: কিশোর-নির্মল

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বাত্রিকস)’র পেরাছড়া পূর্ব উপ-আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক ৪র্থ কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে কিশোর ময় ত্রিপুরাকে সভাপতি, নির্মল ত্রিপুরাকে পুনরায় সাধারণ সম্পাদক এবং রাজেশ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১১জন সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

আজ শুক্রবার (৯ফেব্রুয়ারি) দুপুরে জেলার সদর উপজেলাধীন দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা।

এসময় অনুষ্ঠানে সংগঠনের পেরাছড়া পূর্ব উপ-আঞ্চলিক শাখার সভাপতি জমেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির সদস্য সচিব খগেন্দ্র কিশোর ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক প্রমোদ বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি বিপ্লব কান্তি ত্রিপুরা, সাধারণ সম্পাদক মিহির কান্তি ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ধনেশ্বর ত্রিপুরা, নির্বাহী সদস্য চন্দ্র শেখর ত্রিপুরা, পেরাছড়া পশ্চিম উপ-আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের সিনিয়র সহ-সভাপতি (কেন্দ্রীয় প্রতিনিধি) খঞ্জন জ্যোতি ত্রিপুরা প্রমুখ।

প্রথম অধিবেশনে পেরাছড়া পূর্ব উপ-আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক নির্মল ত্রিপুরা মন্টু এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক কিশোর ত্রিপুরা। এসময় সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের পেরাছড়া পূর্ব উপ-আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক অজয় ত্রিপুরা (অনিল)।

নতুন কমিটিদের শপথ বাক্য পাঠ করান খাগড়াছড়ি সদর শাখার সভাপতি বিপ্লব কান্তি ত্রিপুরা। কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন সংগঠনের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক ও পেরাছড়া পূর্ব উপ-আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন কমিটির নির্বাচন কমিশনার ধনেশ্বর ত্রিপুরা।