

খাগড়াছড়ি প্রতিনিধি: আন্দোলন ও সংগ্রাম, সফলতার, গৌরবের, ইতিহাস ও ঐতির্য্যের ৮৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী খাগড়াছড়িতে পালিত হয়েছে।
০৯ ফেব্রুয়ারী রাত ৯টায় খাগড়াছড়ি পৌর শহরের আই এফ সি রেস্টুরেন্টে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. মাসুদ পারভেজ এর সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়ে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মো. জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষক সমাতির নির্বাহী সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক কার্তিক ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ও পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুরেশ কুমার ত্রিপুরা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মংসুইনু মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার নির্বাহী সভাপতি নুরহোসেন লিটন ও খাগড়াছড়ি থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকা সম্পাদক মুহাম্মদ সাজু প্রমূখ।