

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।
বিএনপি সব সময় মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির ২৯৮নং আসনের নৌকা প্রতীকের প্রার্থী (বর্তমান এমপি) কুজেন্দ্র লাল ত্রিপুরা ।
শনিবার (৩০ডিসেম্বর)জাতীয় সংসদ নির্বাচনী উপলক্ষে জেলার মাটিরাঙ্গার তাইন্দং, তবলছড়ি, বড়নাল ও আমতলী ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সব ধর্মাবলম্বী মানুষ নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান করতে পারেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে।
কুজেন্দ্র বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপি দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। তাদের (বিএনপি) মুখে গণতন্ত্রের কথা মানায় না। জণগণ তাদের মিথ্যা আশ্বাসে ভুল সিদ্ধান্ত নেবে না। জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করবে।
এ সময় তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জনগণের প্রতি আহবান জানান।
সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো: সাহাব উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা, যুগ্ম সা: সম্পাদক এম এ জব্বার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, মাটিরাঙা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন মোর্শেদ খান, মাটিরাঙা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহ-সভাপতি ও পাজেপ সদস্য হিরণ জয় ত্রিপুরা, পাজেপ সদস্য শতরূপা চাকমা, পাজেপ সদস্য শাহিনা আক্তার, খাগড়াছড়ি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা, জেলা মহিলা আ’লীগের সভাপতি ক্রইসাঞো চৌধুরী, মাটিরাঙা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।