বিদ্যালয় খোলা রেখে মাটিরাঙ্গায় প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনার আয়োজন

নিউজ ডেস্ক: আগামীকাল ৭ মার্চ। এই ঐতিহাসিক দিনে বিদ্যালয় খোলা রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাটিরাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে দুপুর ১২টায় এ আয়োজন করা হবে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করতে মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ এরশাদ আলী চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ নাদীর আহাম্মদ এর স্বাক্ষরিক এক চিঠিতে বলা হয়। চিঠিতে বলা হয়- প্রাথমিক বৃত্তি প্রাপ্ত-২০২২ শিক্ষার্থীদের সংবর্ধনা, সদ্য নিয়োগকৃত শিক্ষকদের বরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা পদক প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনার প্রদান করা হবে।

এ বিষয়ে, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ এরশাদ আলী চৌধুরীর সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- দুপুর দুইটায় এই সংবর্ধনা দেওয়া হবে। চিঠিতে দুপুর ১২টা বলা হয়েছে। এখানে শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। বিদ্যালয় খোলার দিন এমন অনুষ্ঠান না করে সপ্তাহে দুই দিন বন্ধ তখন করলে ক্ষতি কি ? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন- শিক্ষার পরিবেশ নষ্ট হবে না। বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষকরা দুপুরের পরে আসবেন।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার আশরাফুল আলম সিরাজীর সাথে কথা বললে তিনি জানান- এমন আয়োজন শিক্ষা অফিস করছে না। বিদ্যালয় খোলা রেখে এমন আয়োজন করা শিক্ষকদের ঠিক নয়।

খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম মন্ডল এর সাথে কথা হলে তিনি বলেন – মাটিরাঙ্গা প্রাথমিক শিক্ষক কমিটির একটি অংশ আমাকে বলেছে। তবে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করে এমন আয়োজন করা ঠিক না। আমি তাদের বিকাল ৪টার পরে অনুষ্ঠান করতে বলেছি।