

।। নিজস্ব প্রতিনিধি।।
পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ত্রিপুরা শিক্ষকদের নিয়ে মিলনমেলা বা বলংপানার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৩ মার্চ) দিনব্যাপী আলুটিলা খাস্রাং রিসোর্ট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে ফুল ও উত্তরীয় দিয়ে অতিথিদের বরন এবং শুভেচ্ছা জানান শিক্ষক মন্ডলী। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ত্রিপুরা শিক্ষকরা স্বতঃস্ফুর্ত অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেম্রাচাই চৌধুরী ৷। এসময় তিনি বলেন, এই অনুষ্ঠান একে অপরে সৌহার্দ্যপুর্ণ সম্পর্ক ও পারিবারিক মেলবন্দনকে আরো সুদৃঢ় করবে।
আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করে আগামীতেও এমন আয়োজন চলমান রাখার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, শিক্ষার কোন বিকল্প নাই। তাই শিক্ষা অর্জনের মাধ্যমে ত্রিপুরা জাতি ও দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে । এ জন্য সকলকে সচেতন হতে হবে।

মাটিরাঙ্গা ত্রিপুরা শিক্ষক পরিবারের সভাপতি কীর্তি ভুষণ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভুইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরোলাল ত্রিপুরা।
রেংখুং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দিনা ত্রিপুরা ও পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রশান্ত ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বাবুল ত্রিপুরা, মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি বালা ত্রিপুরা।
পরে নারী শিক্ষকদের অংশগ্রহনে মিউজিক্যাল বিলো পাসিং, হাড়ি ভাঙ্গা, শিশুদের বাস্কেট বল নিক্ষেপ খেলা, লাকী কুপন লটারী, সহ বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা ।