 
                     
স্টাফ রিপোর্টার।।
পার্বত্য জেলা খাগড়াছড়ির মহালছড়িতে বিলিভার্স ইস্টার্ন চার্চ কর্তৃক পরিচালিত “হোপ ফর চিলড্রেন” মাইসছড়ি প্রোগ্রামের আয়োজনে “কোমলমতি স্কুলগামী ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২মার্চ) সকাল সাড়ে দশটায় মাইসছড়ি কলেজ সংলগ্ন ‘হোপ ফর চিলড্রেন (এইচএফসি) অফিস’ প্রাঙ্গণে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইসছড়ি কলেজের অধ্যক্ষ অভিধা চাকমা

এ উপলক্ষে আলোচনা সভায় প্রকল্পের মাইসছড়ি অফিসের সমাজকর্মী ওয়াল্টার ত্রিপুরার সঞ্চালনায় এবং নরেন্দ্র কার্বারী পাড়ার সেন্ট সাইমন বিলিভার্স ইস্টার্ন চার্চের যাজক ডিকন ফাদার নিরঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি ডায়োসিস, বিলিভার্স ইস্টার্ন চার্চের ডায়োসিসান ভিকার রেভা ফাদার রাজেন্দ্র ত্রিপুরা, হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক রঞ্জন মনি ত্রিপুরা প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। জাতির উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। এ প্রজন্ম শিশুদের সুশিক্ষিত করে তুললে জাতি গঠনে কারিগর হবে উল্লেখ করে অভিভাবকদের সচেতনতা ও শিশুদের যত্ন রাখার অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে প্রকল্পের আওতায় সুবিধাভোগী ১০২জনকে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিরা। এসময় অফিসের সমাজকর্মী চন্দ্রানী ত্রিপুরা, কৃষ্ণ জ্যোতি ত্রিপুরা সহ প্রকল্পের সুবিধাভোগী শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হোপ ফর চিলড্রেন একটি অলাভজনক সংগঠন। এটি মূলত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার নিয়ে কাজ করছে। ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ, ছাত্র ছাত্রী দের জন্য শিক্ষা উপকরণ বিতরণ তার একটি অংশ। সামনের দিন গুলোতেও হোপ ফর চিলড্রেন তাদের কার্যক্রম অব্যহত রাখবে বলে জানান।
 
                             
               
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                 
                 
                 
                 
                 
                 
                