

দীপক সেন, মহালছড়ি।।
খাগড়াছড়ির মহালছড়িতে “নারীর গৃহস্থালী কাজের স্বীকৃতি ও গৃহকাজে সহযোগিতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে মহালছড়ি সদর ইউপি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জসিম উদদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান, রোকেয়া বেগম, সহকারী পরিচালক, জেলা সমাজ সেবা অফিস, মোঃ শামসুল আলম, মহালছড়ি উপজেলা সমাজসেরা অফিসার, ধনিষ্ঠা চাকমা, উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রবীন চন্দ্র চাকমা, অফিসার, মহালছড়ি মৎস্য অধিদপ্তর, মো. আব্দুর রশিদ, লক্ষীছড়ি উপজেলা সমাজ সেবা অফিসার, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব সভাপতি দিপক সেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জসীম উদ্দীন ।
সেমিনারে বক্তারা বলেন, বিশাল কর্মক্ষম নারী সমাজের অধিকাংশই গৃহস্থালি ও সেবামূলক কাজ করে থাকেন। নারীদের নিজ ঘরের সেবামূলক কাজের বিষয় খুব একটা আলোচনায় আসে না। সমাজিক দৃষ্টিভঙ্গি বদলানোও জরুরি। ঘরের কাজে পুরুষের সামান্য সহযোগিতা নারীদের এনে দিতে পারে অনেকটা স্বস্তি ও প্রশান্তি। একে অপরের কাজ ভাগাভাগি করে নেওয়াটাই সমীচিন। উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে নারী সমাজের ভূমিকা অপরিসীম। তাঁদের অবহেলিত রেখে একটি দেশ সমৃদ্ধি লাভ করতে পারে না। আমরা সকলে আন্তরিক হলে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হবে। দাম্পত্য, পারিবারিক ও সাংসারিক জীবন সুন্দর, সুখময় ও শান্তিপূর্ণ হবে।
আমরা সকলে আন্তরিক হলে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হবে। দাম্পত্য, পারিবারিক ও সাংসারিক জীবন সুন্দর, সুখময় ও শান্তিপূর্ণ হবে। সেই সাথে নারীদেরও দূর্বল হলে চলবে না, এগিয়ে যেতে হবে। নিজেকে পিছিয়ে রেখে কোন নারী এগিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেন বক্তারা।