মহালছড়িতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

।। দীপক সেন, মহালছড়ি।।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে।” এ প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে রোববার (১৭মার্চ) উপজেলা টাউনহল প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। প্রথমে উপজেলা পরিষদ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়, মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

দিবসটিকে স্থানীয় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে প্রশাসন, পরিষদ মিলনায়তনে এবং সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচী পালন করেন।

এ উপলক্ষে সরকারী উচ্চ বিদ্যালয়ে অডিটরিয়ামে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও এক আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোহিদুর রহমান, বিশেষ আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন ও সিনিয়র সাংবাদিক দীপক সেন ও বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক আশুতোষ বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সুইহলাঅং রাখাইন। অন্যান্য অনুষ্ঠানাদিসহ সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক জয়নাল আবেদন।

সভাশেষে পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।