

দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। “সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যের ভিত্তিতে এদিন উপজেলাছত্তরে এক বর্ণাঢ্য র্যালী ও উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পারভীন খানম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার প্রবীন চন্দ্র চাকমা, আলোচনা সভার উপস্থাপনা ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার সুসমিকা চাকমা।
অনুষ্ঠান মালায় এলাকার গন্যমান্য ব্যক্তি, কিছু সাধারণ মানুষ ও একাধিক স্থানীয় মহিলা জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।