

দীপক সেন, মহালছড়ি।।
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এই দিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও সরকারি – বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা।
মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম’র নেতৃত্বে মহালছড়ি উপজেলা প্রশাসন, মহালছড়ি উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি রতন কুমার শীল ও উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর নেতৃত্বে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল(বিএনপি), মহালছড়ি থানা পুলিশ, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব, উপজেলা স্বাস্থ্য বিভাগ, মুবাছড়ি ইউনিয়ন পরিষদ, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ, হিসাব রক্ষণ অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়, আদর্শ চাইল্ড স্কুল, শিশু মঞ্চ সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহ, কাপ্তাই লেক এর মৎস্য উন্নয়ন কর্পোরেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এলজিইডি অফিস, মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি, মহালছড়ি ইউনিয়ন পরিষদ, বন বিভাগ, বীর মুক্তিযোদ্ধা স্বপন চক্রবর্তীর নেতৃত্বে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, মহালছড়ি উপজেলা ড্রাগ এন্ড কেমিষ্ট সমিতি। মহালছড়ি বাজার বনিক (ব্যবসায়ী) সমিতি, ট্রাক ও মিনি ট্রাক মালিক সমিতি এবং চালক/শ্রমিক সমিতি সহ এলাকার বিভিন্ন সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্ফস্তবক অর্পন করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ দিন হাসপাতাল, আবাসিক স্কুল, অনাথ আশ্রমে উন্নত খাবার পরিবেশন করা হয়।
দিবসটি উপলক্ষে মহালছড়ি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন, বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে দু:খজনক হলেও সত্য যে, মহালছড়ি উপজেলায় জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিভিন্ন জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। যদিও উপজেলা আওয়ামীলীগও সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন জাতীয় দিবসে পুষ্ফস্তবক অর্পণ করা হয়।