মহালছড়িতে লাগসই প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী

শফিক ইসলাম,মহালছড়ি।।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মহালছড়ি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হানের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুস ছালাম এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কেন্দ্র (বিসিএসআইআর)–এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. চপল রায়।
সেমিনারে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি কৃষি, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। এসব প্রযুক্তির বিস্তারে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন বক্তারা।
দিনব্যাপী আয়োজিত প্রদর্শনীতে স্থানীয় উদ্ভাবক, কারিগরি বিশেষজ্ঞ ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। প্রদর্শনী পরিচালনা ও মাঠব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট এবং বিডি ক্লিন মহালছড়ি স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রদর্শনীর উদ্বোধন করেন, বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং স্থানীয় উদ্ভাবনগুলোকে সময়োপযোগী, উদ্ভাবনী ও প্রশংসনীয় হিসেবে অভিহিত করেন।